বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

নতুন কবুতর খামারে প্রবেশের আগে আপনার অবশ্য করনীয়।

আমরা সবাই কম বেশি নতুন কবুতর ভালবাসি, আর তাই নতুন কোন কবুতর দেখলেই কিনতে ইচ্ছে করে। আর যদি সেটা ভাল জাতের হয় আর তার মধ্যে যদি দামটা নাগালের মধ্যে থাকে, তাহলেতো কথাই নাই। কিন্তু যে কোন কবুতর কেনার আগে ভাল করে পরখ করে কিনবেন। কারন আপনি হয়তো জানেন না যে আপনার নিজের অজান্তেই আপনি কি সমস্যা বাসায় বয়ে নিয়ে আসছেন। হইতো একটা সাধারন নতুন কবুতরের জন্য আপনার পুরো খামারের সব গুলোই কবুতর মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। তাই হাট ও কবুতর ব্যাবসায়িদের কাছ থেকে কেনার সময় সতর্ক আরও একটু বেশি হবেন। শুধু তাই নয় শখের বসে আপনি হাটে গেছেন আর বাসাই ফিরে আপনার সখের কবুতরের কাছে গেছেন তাতে হইতো কবুতর না কিনেও আপনি জীবাণু বহন করে আপনার খামারে ছড়াচ্ছেন। হইত সাধারন ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন কিন্তু জীবাণু যদি ভাইরাল হয় তাহলে মনে রাখবেন আপনি এত সহজে মুক্তি না ও পেতে পারেন। তাই নতুন কবুতর খামারে প্রবেশ করানোর আগে আপনার অতি জরুরি কিছু কাজ আছে যা আপনাকে অত্যান্ত সতর্কতার সাথে পালন করেতে হবে।



  •  নতুন কবুতর আনার পর সেটাকে আলাদা করে রাখুন এবং জীবাণু নাশক স্প্র্যে করুন।

  • প্রথম দিনে সকালে নাক্স ভুম ৩০ (হোমিও) দিন ও সন্ধ্যায়ে টিবারকুলিনাম ৩০ (হোমিও) দিন। ৩ ফোটা করে। সঙ্গে খাবার ও স্যালাইন দিতে হবে।

  • দ্বিতীয় দিনে টিবারকুলিনাম ৩০(হমিও) দিন ও সন্ধ্যায়ে ক্যালকেরিয়া ক্রাব ৩০ দিন। যদি কবুতরের মধ্যে কোন রোগ বা আসুবিধা থাকে তাহলে এরই মধ্যে প্রকাশ পাবে, আর যদি না থাকে তাহলে আপনি সেই কবুতর গুলোকে আপনার খামারে যোগ করতে পারেন।

  • তৃতীয় দিনে মাল্টি ভিটামিন দিন।

  • চতুর্থ দিনে কবুতরের ক্রিমির ওষধ প্রয়োগ করুন। পঞ্চম দিনে শুধু পানি দিন। ষষ্ঠ দিনে স্যালাইন দিতে হবে।

  • সপ্তম দিনে মাল্টি ভিটামিন দিন টানা ৩/৪ দিন।

  • এগারতম দিন থেকে সাল্মনিলা কোর্স করান ৪/৫ দিন।

  • ষোলতম দিনে ক্যালসিয়াম+ADe3+E-SELL মিক্স করে দিন পর পর ২ দিন।

  • আঠারোতম দিনে শুধু পানি দিন।

  • উনিশতম দিনে রসুন বাঁটা ২/৩ চা চামচ ১ লিটার পানিতে মিক্স করে দিন।

  • বিশতম দিনে ভিটামিন বি কমপ্লেক্স দিন। (Mocap ভিটামিন, Novartis এর তা ভাল )

  • একুশতম দিনে স্যালাইন দিন।

  • বাইশতম শুধু পানি দিন।

  • তেইশতম দিনে ভিটামিন K মিক্স দিন।

  • চব্বিশতম দিনে শুধু পানি দিন।

  • পঁচিশতম দিনে বরাক্স ৩০(হমিও)দিন। ১ লিটার পানিতে ১ সিসি করে। এটা আপনার কবুতরের সংক্রমিত রোগ প্রতিরোধ করবে।

  • ছাব্বিশতম দিনে ভিটামিন বি কমপ্লেক্স দিন।

  • সাতাশতম দিনে বেলেডনা ৩০ দিন। ১ লিটার পানিতে ১ সিসি করে। এটা আপনার কবুতরের (mpv1/newcastle) রোগ প্রতিরোধ করবে। অথবা যারা ভ্যাকসিন দিতে চান তারা দিতে পারেন। তবে যেদিন ভ্যাকসিন দিবেন সেদিন পানির সাথে স্যালাইন দিবেন।

  • আটাশতম দিনে শুধু পানি দিন।

  • ঊনত্রিশতম দিনে ভিটামিন সি দিন। লেবুর রস দিতে পারেন।

  • ত্রিশতম দিনে Aloe Vera (গ্রিত কুমারি) দিন।

এভাবে আপনি আপনার সারা মাসের ছক সাজাতে পারেন অথবা আপনার পছন্দ অনুসারে করে নিতে পারেন। আর এভাবেই আপনার নতুন ও পুরাতন কবুতরদের রোগ থেকে প্রতিরোধ করে আপনার খামারকে আদর্শ খামারে পরিনত করতে পারেন। আর তা না হলে হইতো কোন অনাকাঙ্খিত পরিস্তিতির জন্য একদিন আপনি নিজে, আপনাকেই দায়ী করবেন।


লেখক : সোহেল রাবি ভাই









নতুন কবুতর খামারে প্রবেশের আগে আপনার অবশ্য করনীয়।

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

A pair of white fantail Pigeon for sale




*A pair of white fantail Pigeon for sale

* totally fresh

* কোন রোগ বালাই নাই।

শখ করে কেনা কবুতর। Varsity + Job এর কারনে ঠিকমত দেখাশোনা করতে পারছি না। খাঁচা সহ কিনলে ১০০০৳ অতিরিক্ত দিতে হবে।(বড় খাঁচা মাজখানে পার্টিশন কর ২ জোড়া পালা যাবে)




A pair of white fantail Pigeon for sale