সোমবার, ২৯ জুলাই, ২০১৩

সংক্রামক করিজা / ঠাণ্ডা (coryza, Infectious Cold, Rhinils,Roup)

সংক্রামক করিজা কবুতরের একটি জটিল সংক্রামক রোগ। এটি মারাত্মক ছোঁয়াচে/ সংক্রামক রোগ। এটি Homophilus Gallinarum ব্যাকটেরিয়ার জীবাণু থেকে এই রোগ সৃষ্টি হয়। শারীরিক ভাবে দুর্বল বা ২ থেকে ৭ সপ্তাহের বাচ্চা এই রোগে আক্রান্ত হয়। এই রোগের সাথে একচোখ ঠাণ্ডা(one eye coldness)এর সাথে সাদৃশ্য আছে বা এই রোগের প্রাথমিক স্তর কেও বলা যেতে পারে।


কারনঃ


# পর্যাপ্ত পুষ্টির অভাব।

# স্যাঁতস্যাঁতে খামার বা মাচা/বাটি।

# Parasite এর আধিক্য।

# পরিবেশের ধুলা বা শুকনো বিষ্ঠা থেকে সৃষ্ট ধুলা।

# অতিরিক্ত crowded.

# ঔষধের যথেচ্ছ ব্যবহার।


সংক্রামক করিজা 2


লক্ষনঃ


# প্রথমে নাক থেকে আঠাল ও ঘন হরিদ্রাভ/ সাদা পানির মত নির্গত হয়।

# চোখ থেকে দুর্গন্ধ যুক্ত পানি বের হয়।

# চোখে পিচুটি জমে, এভাবে জমতে জমতে চোখ প্রায় বন্ধ হয়ে যায়।

# চোখ ও মাথা গায়ে ঘষতে থাকে বা পা দিয়ে মাথা চুলকাতে থাকে, ফলে চোখে পর লেগে ও গায়ে পিচুটি লেগে নোংরা হয়ে যায়।

# মাথা ও পাখা ঝুলে পড়ে।

# বুকে ঘর ঘর শব্দ করে,নাক প্রায় বন্ধ হয়ে আসে তাই শ্বাস হাঁ করে নিতে থাকে।


সংক্রামক করিজা 3


# প্রথমে খুদামন্দা ও পরে একেবারেই খাবার বন্ধ করে দেয়।

# বাচ্চার চোখের চারপাশে পুঁজ জমে হলুদ আকার ধারন করে, তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে মারা যায়।

প্রতিরোধঃ


# আক্রান্ত কবুতরকে আলাদা করে দিন।

# খামার জীবাণুমুক্ত মুক্ত করুন।

# নিয়মিত খামার ও খাঁচা পরিস্কার করুন।

# আলোবাতাস চলাচলের প্রয়োজনীয় বাবস্থা করুন।

# খামারের জন্য আলাদা স্যান্ডেল,মাস্ক ও গ্লভস ব্যবহার করুন।

# বাইরে থেকে এসে খামারে প্রবেশ থেকে বিরত থাকুন।

# আগন্তক ও অতিথি থেকে খামার নিরাপদ রাখুন।

# মাছি ও অন্যান্য কীটপতঙ্গ থেকে খামার নিরাপদ রাখুন।

চিকিৎসাঃ


# A-PHENICOL EYE OIENMENT বা BEUFLOX-D EYE DROP দিতে হবে ২ ঘণ্টা পর পর।


# এটি সঙ্গে একবার প্রতিদিন চোখ ফ্লাশ/ওয়াশ করা প্রয়োজন হতে পারে, এক্ষেত্রে BORIC ACID সহায়ক চোখ ফ্লাশ/ওয়াশ হতে পারে। অথবা সবচেয়ে ভাল হয় ঔষধের দোকানে মানুষের চোখ ধোয়ার ঔষধ পাওয়া যায় সেটি ব্যবহার করলে।


# এই রোগের ক্রিয়াশীল তেমন কোন ঔষধ নাই, তবে doxivet 1 grm+emodis ¼ ১০ সিসি করে, দিনে ৩-৪ বার ব্যবহার করলে ভাল উপকার পাওয়া যায়।


# হোমিও Aptimtart 200, ৩ ঘণ্টা পর পর বাবহারে ভাল উপকার পাওয়া যায়।


# চোখে যদি ছানি পড়ে তাহলে হোমিও Cunium 200, ৩ বার ৩ ফোটা করে অল্প একটু পানির সাথে খাওয়াতে হবে।


# এই অবস্থায় একটু হালকা সেঁক দিলে ভাল উপকার পাওয়া যায়।




যেকোনো রোগ থেকে নিরাপদ থাকার অন্যতম শর্ত হল পরিস্কার পরিছন্ন খামার বাবস্থাপনা। আর এর কোন বিকল্প নাই। আপনি যতই ভিটামিন ও সুষম খাবার দেন এই শর্তটি পুরন না করলে, আপনার সব চেষ্টা ও পরিশ্রম বার্থ হয়ে যাবে।


মূল লেখক : সোহেল রাবি ভাই



সংক্রামক করিজা / ঠাণ্ডা (coryza, Infectious Cold, Rhinils,Roup) BD Online Pigeon Market

সংক্রামক করিজা / ঠাণ্ডা (coryza, Infectious Cold, Rhinils,Roup)

Pigeon Diseases & treatment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন