রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি ১

মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি ১


আপনি আপনার পাখির বা কবুতরের অভিভাবক। আপনার পাখির জন্য কোনটা ভাল কোনটা মন্দ এটা আপনি ছাড়া অন্য কেও ভাল বুঝতে পারবে না, ঠিক যেমন আপনার সন্তানের বেলাতে যেমনটি ঘটে থাকে। তবে পার্থক্য হল যে পাখির অসুস্থতা মানুষের মত বুঝা যায় না। আর এটা বুঝার জন্য প্রতিদিন মল নিরীক্ষন দ্বারা আপনি আপনার পাখির স্বাস্থ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারেন। আর এটার জন্য প্রথম দিকে যদি একটু সময় ব্যয় করতে হয়, তাহলে তাই করুন। কিন্তু আপনাকে তা করেতেই হবে। কারন আপনি যদি যথেষ্ট ভাবে এই অধ্যয়ন করেন, তাহলে হয়ত এর সাথে পরিচিত হয়ে একদিন আপনার কবুতরের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আপনার সকাল এবং সন্ধ্যার পর্যবেক্ষণ , আপনার পাখিকে সুস্থ রাখতে সাহায্য করবে। আর এই ক্ষেত্রে আপনি নিয়মিত ভাবে খাঁচার নীচে প্রতিদিন poopy কাগজপত্র পরিবর্তন করুন বা প্লেইন নিউজপ্রিন্ট কাগজ গামছা বা পরিষ্কার মোম কাগজ ব্যবহার করুন,যাতে poop Detecting সহজ হয়।



পাখি অসুস্থতা গোপন করার চমৎকার ঊপায় জানে, কিন্তু আপনার কাছে তা এড়াবে না কারণ আপনার পাখির ড্রপ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি অসুস্থ যা গোড়ার দিকে সূচক এক হতে পারে। আপনার পাখি এর মল-কম্পোনেন্ট বা উপাদান, মূত্র কম্পোনেন্ট বা উপাদান এবং ইউরিক অ্যাসিড কম্পোনেন্ট উপাদান আছে। তিনটি উপাদানের যে কোন পরিবর্তনের গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত এবং যা আপনার পাখি অসুস্থ ইঙ্গিত হতে পারে।


আপনার poop ট্রে এর একটি অংশ হিসাবে , আপনি আপনার পাখি এর খামাড় এলাকা এবং cloaca(পেছন পাশ) , বা পেশী উপর নজর রাখতে পারেন। যদি খামাড় এলাকা সবসময় পরিষ্কার ও শুকনো থাকতে হবে এবং cloaca কোন বিজোড় growths সঙ্গে মোটামুটি অভেদ্য থাকে । এক্ষেত্রে যদি আর্দ্রতা এলাকায় জট পাকানো stools বা অতিরিক্ত টিস্যু থাকে তাহলে অবিলম্বে চিকিত্সা করাতে হবে।


MOL2


অস্বাভাবিক কবুতর মল :


১) বর্ধিত আকার।(যদিও ডিমে তাআ দিয়া মাদী কবুতর ডিম থেকে উঠে বেশী পরিমান মল করতে পারে।)

২) ভারী , তৈলাক্ত মল বা আমাশা ভাব।

৩) সবুজ আভা বা Discolored বা ঘন সবুজ, খাকীi থেকে যে কোনো রঙ হতে পারে।

৪) প্রায়ই ভিজা হয়।

৫) সাধারণত গন্ধ বহন করে।

৬) আলগা মল ( মানসিক চাপ, রোগ, অথবা নির্দিষ্ট খাবার কারণেও হতে পারে।), অথবা undigested বীজ ধারণ করে ফোঁটা ফোঁটা করে রোগের চিহ্ন হতে পারে। এছাড়াও মল এর রং পরিবর্তন হতে পারে।


স্বাস্থ্যকর বার্ড মল :


১. অল্প ও সংগে সাদা সাদা অংশ।

২. সাধারণত এটি সংযুক্ত একটি ডাউন পালক আছে.

৩. এটি পার্শ্ববর্তী অংশে কোন ভিজা কোন চিহ্ন থাকবে না।

৪. কোন গন্ধ থাকবে না।


আপনার পাখি এর মল এ ১) মল উপাদানঃ ২) প্রস্রাব উপাদানঃ ও ৩) ইউরিক অ্যাসিড উপাদানঃ এই তিনটি উপাদান থাকবে। তিনটি উপাদানের যে কোন একটির পরিবর্তনের আভাস গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত যা আপনার পাখির অসুস্থ হবার ইঙ্গিত হতে পারে।


সবচেয়ে মল তিনটি উপাদান.


১) মল উপাদানঃ


মল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নালীর থেকে আসে এবং সাধারণত একটি সবুজাভ দড়ি বা blob বা ক্ষুদ্র বড়ির মত হয়। পাখি এর ফোঁটা ফোঁটা এই অংশ এর খাদ্য দ্বারা প্রভাবিত হয় এবং আমূল খাদ্যাভ্যাসে পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । শাকসবজি stools সবুজবর্ণ হতে পারে যখন উদাহরণস্বরূপ, গ্রিত stools লাল করতে পারে। কিছু বাণিজ্যিক খাদ্য মধ্যে Colorants এছাড়াও stools রং পরিবর্তন করতে পারে। রঙ পরিবর্তন প্রায়ই অপ্রাসঙ্গিক, কিন্তু stools কালো হয়ে বা একটি শক্তিশালী বা অস্বাভাবিক গন্ধ থাকে তাহলে পাখি মালিকদের উদ্বিগ্ন হওয়া উচিত।


মল মধ্যে বা Feces ( কঠিন নলাকার অংশ)

• ব্ল্যাক/ কালো অথবা Tar মত: পুরাতন রক্ত নির্দেশ করে থাকে। অভ্যন্তরীণ রক্তপাত বা অভ্যন্তরীণ আঘাত যার ফলে যে সম্ভাব্য পাকস্থলিতে কিছু গ্রহণ করার পর।


• বর্ধিত Urates বা বেশী পরিমান সাদা অংশঃ Bacillary diseases, Dehydration বা সম্ভব কিডনি সমস্যা ( dehydration ভুগছেন এমন পাখি তাদের চোখের চারপাশে crinkly চামড়া থাকতে পারে dehydration নির্ণয় আরেকটি উপায় হল । তাদের চামড়া চিম্টি হয় নিরূদ চামড়া অর্থাৎ চামড়া চিমটি দিলে কয়েক সেকেন্ডের জন্য tented থাকবে। )


• মটর সবুজ: যকৃতের ক্ষতি করা বা শাল্মনিল্লা রোগ।

• সাদা বা ক্লে রঙ: অগ্ন্যাশয় বা পরিপাক সমস্যা।

• সবুজাভ বা Greyish Watery মল বা হলুদ :ককসিডিওসিস , আমাশা ইত্যাদি সম্ভাবনা ।

• ডেলা-পাকানো বা হজম করা হয় নাই এমন Undigested খাদ্য: অসম্পূর্ণ হজম, Giardia , hypermotile intestine ইত্যাদি রোগ সভাবনা।


মনে রাখতে হবে অনেক সময় কিছু খাবার আছে, যার কারনেও মল এর রং বিভিন্ন হতে পারে। যেমনঃ রেজা, গ্রীন পিস, মাস কলায় ইত্যাদি আবার গ্রিত এর কারনে লাল হতে পারে এবং এই অবস্থায় কখনও অ্যান্টিবায়টিক বা অন্য কোন ঔষধ দিয়া ঠিক না।


মূল লেখক : সোহেল রাবি ভাই



মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি ১ BD Online Pigeon Market

মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি ১

Pigeon Discussion, Pigeon Diseases & treatment

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন